বিক্ষোভকারীদের দাবি মানার প্রতিশ্রম্নতি ইরাকি প্রধানমন্ত্রীর

প্রকাশ | ০৫ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আন্দোলনরতদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রম্নতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। তিনি বলেন, যেসব দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবাদ সমাবেশ করছে, তাদের সেসব দাবি-দাওয়া মেনে নিতে তার সরকার প্রস্তুত রয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, দুর্নীতি, বেকারত্ব এবং ঘুষের মতো বিদ্যমান সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। তবে তিনি দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য একটা মৌলিক আয়ের ব্যবস্থা করার জন্য নতুন আইন পাস করবেন বলে জানান। চাকরির সংকট, নিম্নমানের সরকারি সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামে এসব বিক্ষোভকারীরা।