সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
হিজাব নিয়ে কটূক্তি সমালোচনার মুখে বরিস জনসন যাযাদি ডেস্ক হিজাব নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও টরি নেতা বরিস জনসন। সোমবার দেশটির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, মুসলিম নারীরা হিজাব পরলে তাদের চিঠির বাক্সের মতো দেখায়। এমনকি তাদের ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করেছেন তিনি। তার এ মন্তব্যের পর যুক্তরাজ্যের মুসলমান গ্রæপগুলো দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পাটিের্ত ইসলামভীতি নিয়ে তদন্তের আহŸান জানিয়েছে। লেবার পাটির্র নেতা নাজ শাহ বলেন, বরিস জনসনের সাম্প্রতিক বণর্বাদী অবমাননাকর মন্তব্য হেসে উড়িয়ে দেয়া যায় না। তারা আসলে এমনই। এমনকি ইসলামকে একটি সমস্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারা বুঝে-শুনেই এসব আক্রমণ করছেন এবং জাতীয় পত্রিকায় নিবন্ধ ছেপেছেন। যুক্তরাজ্যে মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়, তা নিয়ে গবেষণা করছে বেসরকারি গবেষণা সংস্থা ‘টেল এমএএমএ’। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মুসলিম নারীদের মানবাধিকার কেড়ে নিতেই বরিস জনসন এমন মন্তব্য করেছেন। সংবাদসূত্র : আল-জাজিরা ভারত কাশ্মিরে মেজর ও চার সেনাসহ নিহত ৮ যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের একটি দলের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর ও আরও তিন সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের উত্তরাঞ্চলীয় গুরেজ এলাকায় নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল ওই বিচ্ছিন্নতাবাদীরা। অনুপ্রবেশের ওই চেষ্টা ব্যথর্ করে দেয়া হয় এবং এ সময় চার ‘সন্ত্রাসী’ নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ১২৫ কিলোমিটার উত্তরে অপেক্ষাকৃত শান্তিপূণর্ এলাকা গুরেজে আট বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রণরেখা অতিক্রমের চেষ্টা করে। নিয়ন্ত্রণরেখা বরাবরই তাদের বাধা দেয় ভারতীয় বাহিনী। এতে দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুক লড়াই শুরু হয়। সংবাদসূত্র : এনডিটিভি রুশ প্রধানমন্ত্রীর মন্তব্য বিরোধের চেয়ে বন্ধুত্বের সম্পকর্ই উত্তম যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এটা বুঝতে পারবে, রাশিয়ার সঙ্গে বিরোধের চেয়ে বন্ধুত্বপূণর্ সম্পকর্ই উত্তম। এমনটা দাবি করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, ‘আমি মনে করি না, চলমান সংকট চিরস্থায়ী হবে। আমি বিশ্বাস করি আমাদের প্রতিবেশী ইউরোপীয় দেশগুলো বুঝতে পারবে, রাশিয়ার ভুল ধরার চেয়ে একসঙ্গে বন্ধুত্বপূণর্ভাবে কাজ করা উত্তম।’ দৈনিক ‘কোমেরসান্ত’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্র ও এর নেতৃত্বও ধীরে ধীরে এটা বুঝতে পারবে। কারণ বন্ধুত্বপূণর্ সম্পকের্র ক্ষেত্রে আমাদের দরজা খোলা রয়েছে।’ মেদভেদেভ জোর দিয়ে বলেন, ‘এক্ষেত্রে বল সব সময়ই তাদের কোটের্। তাদের শুধু সুসম্পকর্ স্থাপনের সদিচ্ছা থাকতে হবে। আমরা সবসময়ই তাদের সঙ্গে সুসম্পকর্ স্থাপনে প্রস্তুত রয়েছি।’ সংবাদসূত্র : তাস আফগানিস্তানে ফিরেছে ২০ হাজার শরণাথীর্ যাযাদি ডেস্ক প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে এক সপ্তাহের মধ্যে ২০ হাজারের বেশি আফগান শরণাথীর্ দেশে ফিরেছে অথবা জোরপূবর্ক তাদের ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ অভিবাসন সংস্থা ‘আইওএম’ একথা জানিয়েছে। আইওএম এক বিবৃতিতে জানায়, ২৯ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে ইরান থেকে মোট ১৯ হাজার ৫১৩ আফগান দেশে ফিরেছে। গত সপ্তাহের চেয়ে এই সংখ্যা ৫ শতাংশ কম। এদিকে ৯৫৪ আফগান এই সময়ের মধ্যে পাকিস্তান থেকে দেশে ফিরেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংখ্যা গত সপ্তাহের চেয়ে ৭০০ শতাংশ বেশি।’ প্রতিবেশী দেশ দুটি থেকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পযর্ন্ত চার লাখ ৬৩ হাজার আফগান শরণাথীর্ দেশে ফিরেছে। সংবাদসূত্র : সিনহুয়া চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৪ যাযাদি ডেস্ক চীনের দক্ষিণাঞ্চলে ছোট একটি কয়লাখনিতে বিস্ফোরণে চার খনিশ্রমিক নিহত ও আরও ৯ জন নিখেঁাজ রয়েছেন। স্থানীয় কতৃর্পক্ষ জানিয়েছে, গুইঝৌ প্রদেশের জিমুজিয়া কয়লাখনিতে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের কারণ পরিষ্কার নয়। বেসরকারি পান্নান কোল ইনভেস্টমেন্ট কোম্পানি গুইঝৌর পানঝৌ শহরের এই খনিটি পরিচালনা করে। বছরে তিন লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে খনিটিতে কাযর্ক্রম পরিচালিত হচ্ছিল। এর আগে জুনে চীনে লিয়াওনিং প্রদেশে এক লোহার খনিতে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলেন। সংবাদসূত্র : সিনহুয়া