ফিলিস্তিনি শরণাথীর্ মযার্দা প্রত্যাহারে চাপ দেন কুশনার

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জডাের্ন বসবাসরত ২০ লাখ ফিলিস্তিনির শরণাথীর্ মযার্দা প্রত্যাহারে আম্মানকে চাপ দিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীষর্ উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনি শরণাথীের্দর জন্য জাতিসংঘের সংস্থাকে বন্ধ করে দেয়ার যে পদক্ষেপের অংশ হিসেবেই এই চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন। সংবাদসূত্র : ফরেন পলিসি, মিডল ইস্ট মনিটর মাকির্ন ও ফিলিস্তিনি কমর্কতার্রা জানান, ইউএনআরডাবিøউএ বা আনরওয়া বলে পরিচিত ফিলিস্তিনি শরণাথীের্দর জন্য জাতিসংঘের দাতব্য সংস্থার কমর্কাÐ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ও ইসরাইলের সংঘাত নিরসনের আলোচনায় যাতে করে শরণাথীর্ ইস্যুটি না থাকে সেজন্যই এই পদক্ষেপের দিকে হঁাটছে হোয়াইট হাউস। কুশনার ও ট্রাম্প প্রশাসনের কমর্কতাের্দর কয়েকটি ফঁাসকৃত ই-মেইল থেকে জানা গেছে, কুশনার জানিয়েছেন, আনরওয়ার কাজ অবশ্যই বন্ধ করতে হবে। কুশনার লিখেছেন, ‘এই সংস্থার অবস্থান একপক্ষীয়, দুনীির্তগ্রস্ত ও অকাযর্কর। এটা শান্তি প্রক্রিয়াকে সহযোগিতা করছে না। পরিস্থিতি যে অবস্থায় আছে, সেভাবেই রেখে দেয়া আমাদের লক্ষ্য নয়।’ উল্লেখ্য, কুশনার ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যাসন গ্রিনবøাট ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা ও সংঘাত সমাধানে দায়িত্ব পালন করছেন।