সিরিয়ায় বেসামরিক নিহতের খবর স্বীকার মাকির্ন জোটের

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার রাকায় বিমান হামলায় ৭৭ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর সত্যি বলে স্বীকার করেছে মাকির্ন নেতৃত্বাধীন জোট বাহিনী। অথচ গত জুন মাসে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে তা প্রত্যাখ্যান করেছিল জোট বাহিনী। সংবাদসূত্র : সিএনএন অ্যামনেস্টির এক অনুসন্ধানে বেরিয়ে এসেছিল, গত বছরের জুন থেকে অক্টোবরে জোট বাহিনী পরিচালিত বিমান হামলায় অন্তত ৭৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে সিরিয়ার। তখন অ্যামনেস্টির প্রতিবেদনটি প্রত্যাখ্যান করলেও পরবতীর্ সময়ে এক তদন্তে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জোট বাহিনী। জোট বাহিনী জানিয়েছে, তদন্তে সকল প্রস্তুতির বিষয়, হামলা সম্পকির্ত সকল সিদ্ধান্ত ও সশস্ত্র লড়াইয়ের সকল আইন মূল্যায়ন করা হয়েছে। তবুও অনিচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা জানায়, ‘আমাদের স্থল ও আকাশপথে চালানো সকল অভিযানে সতকর্ভাবে টাগের্ট নিধার্রণ করা হয়, যাতে করে অভিযানের প্রভাব বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সবির্নম্নে রাখা যায়।’