কাশ্মীরে কারফিউ তুলে নেয়ার আহ্বান মার্কিন সিনেটরের

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক জম্মু-কাশ্মীরে কারফিউ তুলে নেয়া এবং বন্দিদের মুক্তি দিতে ভারতের প্রতি আহ্বান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান পাকিস্তানের আজাদ কাশ্মীর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতিতে বিষয়টি জানান। সংবাদসূত্র : ডন, রয়টার্স কাশ্মীরের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণের অনুমতি না পাওয়ার পর পাকিস্তানের মুজাফফরাবাদে যান মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান। দুই দিনের ভারত সফরের পর রোববার মুজাফফরাবাদে পাক নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সেখান থেকেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কারফিউ তুলে নিতে দিলিস্নর প্রতি আহ্বান জানান ভ্যান। এদিকে, আজাদ কাশ্মীর থেকে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে জম্মু-কাশ্মীরগামী প্রতিবাদকারীদের সোমবার আটকে দিয়েছে পাক সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তরেখা অতিক্রম করলে নাগরিকদের লক্ষ্য করে ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করতে পারে, এমন আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এ অবস্থায় পুরো কাশ্মীর থেকে ভারত এবং পাকিস্তানের সেনা প্রত্যাহারের পাশাপাশি জাতিসংঘকে অঞ্চলটি নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীরা।