প্রকাশ | ০৮ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে যে কঠোর অবস্থান নিয়েছেন, তাতে ঘরে-বাইরে ক্ষোভের মুখে পড়েছেন। এই বিক্ষোভ থেকে বাদ যাচ্ছেন না অভিবাসীরাও। তারা সোমবার টেনেসিতে অবস্থিত কোরিসিভের সদর দপ্তরের বাইরে একটি গ্যারেজের প্রবেশদ্বার অবরোধ করেন। এ সময় তারা ‘সবার বঁাচার অধিকার আছে’ এমন ব্যানার প্রদশর্ন করেন Ñএপি/আউটলুক ইনডিয়া