প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জলবায়ু-পরিবর্তন মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে আটকের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এর আগে সোমবার 'এক্সটিংশন রিবেলিয়ন গ্রম্নপ'র ডাকে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং নিউজিল্যান্ডসহ বিশ্বের কয়েকটি দেশে বিক্ষোভ শুরু হয়। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন। আন্দোলনকারীদের দাবি, যুক্তরাজ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০২৫ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনুক -রয়টার্স