বেলুন উৎসব

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বছরজুড়েই বিচিত্র সব উৎসব পালিত হয় সারা বিশ্বে। আজ ফল উৎসব, তো কাল খাদ্য উৎসব। পরশু সংগীত, তো পরের দিন অন্য কিছু। যেমন গত শনিবার থেকে মেক্সিকোয় শুরু হয়েছে হট এয়ার বেলুন ফেস্টিভাল (গরম বাতাস বেলুন উৎসব)। ১০ দিন ধরে দেশটির আল বুকার্কি শহরে চলছে এই উৎসব। এই পেঙ্গুইন আকৃতির বেলুন ওড়াচ্ছেন উৎসবে অংশ নেয়া লোকজন। উলেস্নখ্য, বিশেষ এই বেলুন ওড়ানোর জন্য কোনো গ্যাস ব্যবহার করা হয় না। গরম বাতাসই হট এয়ার বেলুনের প্রাণভোমরা। বিশেষ পদ্ধতিতে গরম বাতাস বেলুনের ভেতর ঢোকানো হয়। তাতেই ফুলে ওঠে বেলুনটি। এ ধরনের বেলুনে প্রথম মানুষ চড়ার সাহস দেখিয়েছিল ১৭৮৩ সালের নভেম্বরে। তবে হট এয়ার বেলুন নিয়ে উৎসবের শুরু গত শতাব্দীর ৬০-এর দশকের দিকে -সিনহুয়া