সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নোবেল শান্তি পুরস্কারে এগিয়ে গ্রেটা থানবার্গ যাযাদি ডেস্ক প্রতি বছরের মতো এ বছরও নোবেল পুরস্কারের এই ক্যাটাগরি নিয়েই সবার আগ্রহ বেশি। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কারে উঠে আসছে সুইডিশ বংশোদ্ভুত দুনিয়া কাঁপানো পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নাম। বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জোর সম্ভাবনা আছে তার। তার পাওয়ার সম্ভাবনা নিয়ে অনলাইনে বাজিভিত্তিক ওয়েবসাইটগুলো বড় অঙ্কের বাজিও ধরেছে তাকে নিয়ে। জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকার দাবিতে ২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়া শুরু করেন স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে দুনিয়াজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের নানা প্রান্তে এই আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ। এরই মধ্যে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে পরিচিত সুইডেনের 'রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড' পেয়েছেন গ্রেটা। এছাড়া অ্যামনেস্টির শীর্ষ সম্মানও পেয়েছেন এই জলবায়ুকর্মী। সংবাদসূত্র : এএফপি অনলাইন আফগানিস্তানে আল কায়েদার দক্ষিণ এশীয় প্রধান নিহত যাযাদি ডেস্ক আফগানিস্তানে আল কায়েদার এক শীর্ষ নেতা মার্কিন ও আফগান সেনাবাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছে। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত মাসে এক অভিযানে ওই তালেবান নেতা নিহত হয়। আসিম ওমার নামের ওই আল কায়েদা নেতা ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (আকিস) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতীয় নিরাপত্তা অধিদপ্তর (এনডিএস) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। যৌথবাহিনীর ওই অভিযানে তালেবান নেতা ছাড়াও কমপক্ষে ৪০ বেসামরিক নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং আল কায়েদার তরফ থেকে আসিম ওমারের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করা হয়নি। অপরদিকে, তালেবানের পক্ষ থেকে এই খবর প্রত্যাখ্যান করা হয়েছে। তালেবানের এক মুখপাত্র বলছেন, এটা শত্রম্নদের মনগড়া প্রচারণা। ওই অভিযানে শুধুমাত্র বেসামরিকরাই হতাহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদসূত্র : রয়টার্স আকস্মিক মহড়ায় ইরানি সেনাবাহিনী যাযাদি ডেস্ক ইরানের সেনাবাহিনী পশ্চিম আজারবাইজান প্রদেশের উরুমিয়েতে আকস্মিক সামরিক মহড়া শুরু করেছে। বুধবার দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি এই মহড়া উদ্বোধন করেছেন। এতে উন্নত ট্যাংক, কামান ও হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র অংশ নিচ্ছে। শত্রম্নর মোকাবেলায় সেনাবাহিনীর পদাতিক ইউনিটের তাৎক্ষণিক জবাবের বিষয়টি এই মহড়ায় গুরুত্ব পাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল মুসাভি বলেছেন, ইরানের সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে স্বাধীনতা ও ভৌগোলিক অখন্ডতা রক্ষা করা। শত্রম্নদের জেনে রাখা উচিত ইরানের স্থল ও আকাশ সীমা হচ্ছে সেনাবাহিনীর রেড লাইন। ইরানের ভূখন্ডে যেকোনো আগ্রাসনের কঠোর ও দাঁতভাঙা জবাব দেয়া হবে। মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সর্বাত্মক প্রস্তুতির বিষয়টি প্রমাণ করেছে বলে তিনি জানান। জেনারেল মুসাভি বলেন, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে গত মধ্যরাতে হঠাৎ মহড়ার বিষয়টি অবহিত করা হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তারা মহড়াস্থলে পৌঁছে যায় এবং নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হয়। সংবাদসূত্র : পার্স টুডে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল যাযাদি ডেস্ক অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসে দাবানল থেকে কয়েক দফা আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশী কুইন্সল্যান্ডেও অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ফলে বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, আগুনে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। প্রতি বছরই সেপ্টেম্বরে বসন্তের শুরুতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বিভিন্ন খরাপ্রবণ এলাকায় দাবানল থেকে তীব্র আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দাবানল শুরু হওয়ার পরেই পরিস্থিতি খারাপ হয়ে গেছে। দাবানলে এক লাখ হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকায় পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে আগুন জ্বলছে। বুধবার ড্যানি স্মিথ নামে একজন বলেন, আমি আমার বাড়ি হারিয়েছি, সবকিছু হারিয়েছি। সংবাদসূত্র : বিবিসি