উত্তর কোরিয়ার ধৈর্য অসীম নয় :হুমকি যুক্তরাষ্ট্রকে

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রকে দৃষ্টিভঙ্গি বদলাতে অনুরোধ জানানো উত্তর কোরিয়া বলেছে, তাদের ধৈর্য অসীম নয়। ওয়াশিংটনের আস্থা অর্জনে এতদিন যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল, পিয়ংইয়ং চাইলে তার উল্টো পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছে তারা। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বিবৃতিতে এই হুমকি দেয়া হয়েছে। সংবাদসূত্র : রয়টার্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রতি উত্তর কোরিয়াকে অস্ত্র কর্মসূচি বিসর্জনের যে আহ্বান জানিয়েছে, মুখপাত্র তারও সমালোচনা করেছেন। নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষারও নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বিব্রতিতে বলেন, 'ধৈর্যের সীমা আছে এবং আমাদের এ সংযত ভাব অনির্দিষ্টকালের জন্য চালাতে হবে, এমন কোনো আইন নেই।' উত্তর কোরীয় এ কর্মকর্তা চলতি মাসে মার্কিন বিমানবাহিনী যে 'মিনিটম্যান থ্রি' আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তার কথাও উলেস্নখ করেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের এ পরীক্ষা যে আমাদের ওপর চাপ দেয়ার জন্য করা হয়েছে, তা স্পষ্ট।' জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার আত্মরক্ষার অধিকারে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তিনি। গত মঙ্গলবার পরিষদের পাঁচ ইউরোপীয় দেশের এক বৈঠকে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র ও 'ব্যালিস্টিক' ক্ষেপণাস্ত্র কর্মসূচি 'পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় উপায়ে' বিসর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল। পিয়ংইয়ং সাবমেরিন (ডুবোজাহাজ) থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সফল পরীক্ষা চালানোর কয়েক দিন পর দেশগুলো এ আহ্বান জানায়।