মানহানি মামলা

আদালতে রাহুলের জবাব 'আমি কোনো দোষ করিনি'

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক 'চৌকিদার চোর হ্যায়' স্স্নোগানের জন্য আগেও আদালতে গেছেন। লোকসভা নির্বাচনী প্রচারে 'সব চোরের নামে মোদি থাকে কেন' জানতে চাওয়ায়, বৃহস্পতিবার ফের আদালতে যেতে হয়েছে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এদিন আদালতে বলেন, 'আমি কোনো দোষ করিনি।' সংবাদসূত্র : ইনডিয়া টুডে 'চোর-মোদি' বক্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে 'অপরাধমূলক মানহানি'র মামলা করেছিলেন এক বিজেপি নেতা। তার শুনানিতে বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালতে হাজিরা দেন কংগ্রেস এমপি। আর এমন কথা বলে কোনো দোষ করেননি বলে দাবি করেন তিনি। এরপর মামলার পরবর্তী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে রাহুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আগামী ১০ ডিসেম্বর সেই আবেদনের শুনানি। সেদিন রাহুলকে আদালতে না এলেও চলবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। এদিকে, সব সময় পাশে থাকার জন্য এদিন কংগ্রেস সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল। টুইটারে তিনি লেখেন, 'বিরোধী রাজনৈতিক দলের দায়ের করা মানহানি মামলায় হাজিরা দিতে সুরাটে এসেছি। আমার মুখ বন্ধ করে দিতে সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে যেভাবে কংগ্রেস সমর্থকরা আমার পাশে দাঁড়াতে ছুটে এসেছেন, তাদের এই ভালোবাসা এবং সমর্থনে আমি কৃতজ্ঞ।'