একজন জওয়ান মরলে ১০ শত্রম্ন মারা হবে :অমিত

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যদি তাদের নিরাপত্তা বাহিনীর একজন জওয়ানকে মারা হয়, তাহলে ১০ 'শত্রম্নকে' হত্যা করা হবে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরোধিতার জন্য কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে এক প্রচারণা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃহস্পতিবার অমিত শাহ বলেন, 'রাহুল গান্ধী এবং শারদ পাওয়ারকে এটা স্পষ্ট করতে হবে যে, তারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে কিনা।' কাশ্মীর সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'মহান কাজ' করেছেন বলে জানান তিনি। মোদির প্রশংসা করে অমিত বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এ কাজ করেছেন প্রধানমন্ত্রী। বিজেপির সভাপতি মোদির প্রশংসা করে তিনি বলেন, 'তার নেতৃত্বেই ভারতের জাতীয় নিরাপত্তা দৃঢ় হচ্ছে এবং গোটা পৃথিবী এটা জানে, যদি একজন ভারতীয় জওয়ানকে হত্যা করা হয়, তাহলে আমরা শত্রম্নপক্ষের ১০ জনকে হত্যা করব।' চলতি বছরের ফেব্রম্নয়ারিতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে ঢুকে যে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল, তার প্রসঙ্গেই এমন কথা বলেন তিনি।