সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়া নিরাপত্তামন্ত্রীর ওপর আইএসের হামলা যাযাদি ডেস্ক ইসলামিক স্টেটের (আইএস) 'আদর্শে অনুপ্রাণিত' এক ব্যক্তির ছুরিকাঘাতে আহত হয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উইরান্টো। তার পেটে দুটি গভীর ক্ষত হয়েছে। তবে তিনি সজ্ঞান এবং স্থিতিশীল অবস্থায় ?আছেন। জাভা দ্বীপের বান্টি প্রদেশের পানডেগলাং শহরে বৃহস্পতিবার হামলার এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে একটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করতে গিয়েছিলেন উইরান্টো। হামলার আগ মুহূর্তে লোকজন তার সঙ্গে করমর্দন করছিল এবং সেলফি তুলছিল। এরই ফাঁকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী। ধারণা করা হচ্ছে, নারীটি হামলাকারীর স্ত্রী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, মন্ত্রী গাড়ি থেকে নামার সময় কালো শার্ট পরা এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। আরেকটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মাটিতে লুটিয়ে পড়েন মন্ত্রী। সঙ্গে সঙ্গে কয়েকজন আহত মন্ত্রীকে তুলে গাড়িতে বসায়। হামলাকারীদের সঙ্গে উপস্থিত জনতা মারামারি করতে থাকে। বিগত মাসগুলোতে দেশটির অস্থিরতা নিরসনে উইরান্টোকে দায়িত্ব দেন জোকো উইডোডো। সাবেক এই সেনাপ্রধান ২০১৬ সাল থেকে নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা মন্ত্রী হিসেবে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধান করেন। সংবাদসূত্র : বিবিসি তথ্য ফাঁসে মার্কিন বিশেষজ্ঞ গ্রেপ্তার যাযাদি ডেস্ক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) হেনরি কিলি ফ্রিজি নামে এক সন্ত্রাসবাদ দমন বিশেষজ্ঞকে বুধবার গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। সাংবাদিকদের কাছে অতি গোপনীয় তথ্য ফাঁস করে দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তারা জানান, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার ৩০ বছর বয়সী ফ্রিজিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। অফিসে আসার পর তাকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার দুটি অভিযোগ রয়েছে। সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স বলেন, 'ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ফাঁস করে দেয়ার সময় ফ্রিজিকে হাতে-নাতে ধরা হয়।' ফ্রিজি তার গোপন তথ্য কোন দুই সাংবাদিকের কাছে ফাঁস করেছেন তাদের পরিচয়ও প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা। তবে, অভিযোগপত্র ও ফ্রিজির টুইটার অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুই সাংবাদিক সিএনবিসি ও এনবিসি নিউজে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র : এএফপি ভারতের গোলা বর্ষণে পাক সেনা নিহত যাযাদি ডেস্ক কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত আবারও গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোলাবর্ষণে এক সেনা সদস্য নিহত ও দুই গ্রামবাসী নারী আহত হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকেও পাল্টা গোলাবর্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতি। তবে পাকিস্তানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, নিয়ন্ত্রণরেখার বারোহ ও চিরিকোট সেক্টরে গোলাবর্ষণ করে ভারত। এতে সেনাবাহিনীর সিপাহি নাইমত আলি নিহত এবং সেরিয়ান গ্রামের দুই নারী আহত হয়। জবাবে ভারতের একটি সেনা চৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ করে জবাব দেয় পাকিস্তানের সেনাবাহিনী। ওই সেনা চৌকি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তানের পক্ষ দাবি করা হলেও হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয়নি। কাশ্মীরে গোলাগুলি বন্ধে ২০০৩ সালে এক যুদ্ধবিরতিতে স্বাক্ষর করলেও প্রায়ই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করে থাকে ভারত ও পাকিস্তান। সংবাদসূত্র : ডন, এনডিটিভি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে শিক্ষকরা যাযাদি ডেস্ক বেতন ছয় শতাংশ বাড়ানোর দাবিতে দেশজুড়ে ধর্মঘট করেছেন ক্রোয়েশিয়ার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭০ হাজার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। দেশটির সরকার চলতি মাসের শুরু থেকে আপাতত দুই শতাংশ এবং আগামী বছরের জুন থেকে আরও দুই শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও শিক্ষকদের দুটি শীর্ষস্থানীয় সংগঠন তা প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার ধর্মঘট ডাকে। দাবি না মানলে এরপর একেকদিন একেক এলাকায় শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন, সরকারের সঙ্গে ব্যর্থ বৈঠক শেষে বুধবার এমনটাই বলেছেন ক্রোয়েশিয়ার সেকেন্ডারি স্কুল ইউনিয়নের নেতা ব্রানিমির মিহালিনেচ। শিক্ষকরা বলছেন, অন্যান্য পেশাজীবীদের তুলনায় পরিশ্রম ও দায়িত্ব অনুযায়ী তাদের বেতন অনেক কম। সংবাদসূত্র : রয়টার্স