মমতার পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে রাজ্য বিজেপি। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে দলটির পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর প্রেসিডেন্টের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। সংবাদসূত্র : এবিপি নিউজ শুক্রবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, 'গত চারদিনে ৮ জন নিহত হয়েছে, তারা সবাই বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা টার্গেট করে ওই ঘটনা ঘটাচ্ছে। আমরা সাহসের সঙ্গে এর মোকাবিলা করব।' তিনি বলেন, 'শনিবার কলকাতায় বিক্ষোভ প্রদর্শন ছাড়াও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও সময় চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি তাদের অবহিত করা হবে। আমরা মমতার পদত্যাগ দাবি করছি। এমন সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।' বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরি সভাপতি আলোক কুমার বলেছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কথা ভাবা উচিত। গত মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই হত্যাকান্ডের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করা হচ্ছে।