সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আবারও গ্রেপ্তার নওয়াজ শরিফ যাযাদি ডেস্ক আবারও গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চৌধুরী সুগার মিল মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি বু্যরো (ন্যাব) দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার কট লোকপত কারগাগার থেকে তাকে হেফাজতে নিয়ে জেরা করা শুরু করেছে ন্যাব। যদিও নওয়াজ শরিফের আইনজীবী বারবার দাবি কেেরছন, কোনোভাবেই তিনি এই মামলার সঙ্গে জড়িত নন। এদিকে, তার গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্ত্বরে বিক্ষোভ দেখায় মুসলিম লিগ নওয়াজের কর্মী-সমর্থকরা। গত ৪ অক্টোবর নওয়াজকে গ্রেপ্তারের নির্দেশ দেন ন্যাবের চেয়্যারম্যান বিচারপতি জাভেদ ইকবাল। ন্যাবের তদন্তকারীরা এর আগে অভিযোগ করেছিলেন, চৌধুরি সুগার মিল মামলায় শরিফ তাদের তদন্তে সহযোগিতা করছেন না। এই প্রথম নয়, নওয়াজের সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে এর আগেও। চৌধুরি সুগার মিলে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে নওয়াজ শরিফ ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। এমনক বেআইনিভাবে চৌধুরি সুগার মিলের শেয়ার বিক্রিরও অভিযোগ উঠেছে। এই মামলায় দুর্নীতির অভিযোগ রয়েছে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ামের বিরুদ্ধেও। সংবাদসূত্র : ওয়ান ইনডিয়া আল-কায়েদার বোমা তৈরিকারক নিহত যাযাদি ডেস্ক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদার শীর্ষ বোমা তৈরিকারককে হত্যার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দুই বছর আগে ইব্রাহিম আল-আসিরিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইয়েমেনে সন্ত্রাসবাদবিরোধী মার্কিন অভিযানে নিহত হয় ইব্রাহিম। গত বছর মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইব্রাহিম নিহত হয়েছে। তবে অন্যরা তখন দাবি করেছিল, এর পক্ষে স্পষ্ট প্রমাণ এখনো হাতে আসেনি। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল ইব্রাহিম। তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোমা তৈরিকারক বলা হয়। কারণ সে এমন কিছু বোমা তৈরি করেছিল, যেগুলো শনাক্ত করা নিরাপত্তা বাহিনীর জন্য দুষ্কর ছিল। ২০০৯ সালে ক্রিসমাসে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বোমা হামলার চেষ্টা চালিয়েছিল আল-কায়েদা। তবে সৌভাগ্যক্রমে সেটি ব্যর্থ করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এর পরের বছর আরও উন্নত প্রযুক্তি দিয়ে অন্তর্বাস বোমা তৈরি করে আল-কায়েদা। হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিমানে পৌঁছে যেতে পারতো। ধারণা করা হয়, এটি তৈরির পেছনে ইব্রাহিমই ছিল। সংবাদসূত্র : বিবিসি ফুটপাতে ঘুমন্ত মানুষের ওপর বাস, নিহত ৭ যাযাদি ডেস্ক ভারতের উত্তরপ্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারী তীর্থযাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় বুলন্দশহরে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই একই পরিবারের। উত্তরপ্রদেশের হাথরাসের এ বাসিন্দারা গঙ্গা নদীতে পূণ্যস্নান শেষে বৃহস্পতিবার রাতে নারাউডা ঘাট থেকে বাড়ি ফেরার পথে ফুটপাতে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাদের পিষ্ট করে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি চীনে উড়াল সেতু ধসে নিহত ৩ যাযাদি ডেস্ক চীনের পূর্বাঞ্চলে মহাসড়কের ওপর নির্মিত একটি উড়াল সেতু (ওভারপাস) ধসে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। এতে চাপা পড়ে কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে। অনলাইনে দেয়া বিভিন্ন ভিডিও ফুটেজে বৃহস্পতিবার রাতে চীনের জিয়াংসু প্রদেশে ওই ওভারপাসের নিচ চলাচল করা গাড়ির ওপর সেতুটি ধসে পড়ার আগে এটির একটি বড় অংশকে দুলতে দেখা যায়। এসবের মধ্যে একটি ফুটেজে অল্পের জন্য তিন চাকার একটি গাড়িকে একেবারে সেতুর নিচে চাপা পড়ার হাত থেকে রেহাই পায়। এ সময় গাড়িটির চালক দ্রম্নত গাড়ির ভেতর থেকে বেরিয়ে যান। অন্য সব ভিডিও ফুটেজে কয়েকটি গাড়িকে চাপা পড়তে দেখা যায়। গাড়িগুলো ধ্বংসস্তূপের মধ্যে এমনভাবে চাপা পড়েছে যে, সেগুলোর কেবলমাত্র সামনের কিছু অংশ দেখা যাচ্ছে। উক্সি নগর সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই সেতু ধসের ঘটনায় তিনটি গাড়ি চাপা পড়ে একেবারে দুমড়ে-মুচড়ে গেছে এবং অন্য দুটি গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। জিয়াংসুর শহর ও যোগাযোগ মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন