সিরিয়াকে বিদেশি সেনা মুক্ত করতে হবে :পুতিন

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার ভৌগোলিক অখন্ডতাকে রক্ষা করতে ও দেশটিতে অবৈধভাবে মোতায়েন সব বিদেশি সেনার উপস্থিতি থেকে মুক্তি দিতে হবে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের তিন দিন পর ওই মন্তব্য করলেন পুতিন। সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের জন্য মস্কো প্রস্তুত বলেও জানান তিনি। সংবাদসূত্র : রয়টার্স পুতিন জানিয়েছেন, 'যেকোনো রাষ্ট্রে, বিশেষ করে সিরিয়ায় যারা (সেনা) অবৈধভাবে অবস্থান করছে, তাদের অবশ্যই এই ভূখন্ড ত্যাগ করতে হবে। এই বিষয় সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য।' পুতিন আরও বলেন, সিরিয়ার নতুন বৈধ সরকার যদি মস্কোকে তাদের সেনাদের কোনো প্রয়োজন নেই বলে জানায়, তাহলে সিরিয়া ত্যাগ করতে প্রস্তুত রুশ সেনাবাহিনী। এর আগে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে যে সামরিক অভিযান শুরু করেছে, সে ব্যাপারে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আঙ্কারার এমন কোনো কাজ করা উচিত হবে না, যার কারণে সিরিয়া সংকটের সমাধান জটিল হয়ে যায়। পেসকভ বলেন, রাশিয়া আশা করে, সিরিয়ার ভৌগোলিক অখন্ডতা এবং রাজনৈতিক সংহতির প্রতি তুরস্ক সম্মান দেখাবে। বর্তমানে সিরিয়ার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে রাশিয়া সমর্থিত প্রেসিডেন্ট বাশার সরকার।