সৌদি আরবে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি আরবে বিপুল পরিমাণ সেনা, যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। গত মাসে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারসহ সৌদি আরবের দুটি পস্নান্টে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এ নিয়ে দুই দফা সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সেনা পাঠানোর ঘোষণা দিল। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি শুক্রবারের এ ঘোষণায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশটিতে দুটি অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা টার্মিনাল হাই অলটিচু্যড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) পাঠানোর কথাও জানানো হয়েছে। সেপ্টেম্বরের হামলার সপ্তাহখানেক পরই ওয়াশিংটন সৌদি আরবে ২০০ সেনা পাঠানোর কথা জানিয়েছিল; সব মিলিয়ে সেখানে তিন হাজারের মতো সেনা পাঠানো হচ্ছে বলে শুক্রবার পেন্টাগন নিশ্চিত করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বলেছেন, ইরানকে নিবৃত্ত করতেই ওয়াশিংটন সৌদি আরবে এ বিপুল পরিমাণ সেনা পাঠাচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদেরকে বার্তা দিতে সেনা পাঠানোকে গুরুত্বপূর্ণ মনে করছি আমরা। তেহরানকে উদ্দেশ্য করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আর কোনো সার্বভৌম দেশে আঘাত হেনো না, মার্কিন স্বার্থ, মার্কিন বাহিনীকে হুমকি দিও না, সে রকমটা হলে আমরা প্রতিক্রিয়া দেখাব।'