হাগিবিস আঘাত হেনেছে জাপানে :নিহত ২

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতি নিয়ে জাপানের মধ্যাঞ্চলে শনিবার আঘাত হেনেছে শক্তিশালী সুপার টাইফুন 'হাগিবিস'। দেশটির ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ছোবলে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে ভূমিকম্পের প্রভাবে হাজার হাজার বাড়িঘর ধসে পড়ে। এদিকে, ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকা থেকে প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন। রাজধানী টোকিও থেকে অনির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। উলেস্নখ্য, গিবিস শব্দের অর্থ 'গতি'। ফিলিপাইনের ভাষা 'তাগালগ' থেকে হাগিবিস শব্দটি নেয়া হয়েছে। টাইফুন হাগিবিসের তীব্রতার সঙ্গে ১৯৫৮ সালের টাইফুনের তুলনা করছেন দেশটির আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় হাগিবিস তান্ডব চালানোর আগেই প্রবল বাতাসে এমন অবস্থা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে -এপি/আউটলুক ইনডিয়া