জলবায়ু :অস্কারজয়ী জেন ফন্ডা গ্রেপ্তার

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
গ্রেপ্তারের সময় জেন ফন্ডা
অস্কারজয়ী জেন ফন্ডা শুক্রবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন। সেখানে তিনি জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছিলেন। জেন ফন্ডা (৮১) মার্কিন অভিনেত্রী, অ্যাক্টিভিস্ট ও শরীর চর্চা গুরু। সরকারি ভবনের সামনে ১০ মিনিটের বিক্ষোভকালে আরও কয়েকজনের সঙ্গে ফন্ডাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পুলিশ অবৈধ বিক্ষোভের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। তবে বিবৃতিতে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। ফন্ডা সম্প্রতি 'লস অ্যাঞ্জেলেস টাইমস'কে বলেছিলেন, তিনি চার মাসের জন্য ওয়াশিংটনে অবস্থান করবেন। সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রিটা থুনবার্গের মতো তিনিও বিশ্ব উষ্ণায়নবিরোধী লড়াইয়ের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এদিকে গ্রেপ্তারের আগে ফন্ডা ছোট্ট সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশে মানুষের কারণে এই জলবায়ু সংকট তৈরির তীব্র সমালোচনা করেন। ফন্ডা বলেন, তিনি এবং অন্য কর্মীরা প্রতি শুক্রবার সকাল ১১টায় ঝড়, বৃষ্টি, তুষারপাত সব কিছু উপেক্ষা করেই ক্যাপিটল হিলের সামনে হাজির হবেন। এটি একটি যৌথ সমস্যা এবং এর জন্য অবিলম্বে যৌথ পদক্ষেপ নিতে হবে। সংবাদসূত্র : এএফপি অনলাইন