নেপালে বাস খাদে পড়ে নিহত ১১

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
নেপালের কেন্দ্রস্থলে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত ও আরও ১০৮ জন আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সিন্ধুপাল চক নামক এলাকা থেকে বাসটির গন্তব্য ছিল অদূরের রাজধানী কাঠমান্ডু। বাসটিতে যেসব যাত্রী ছিলেন, তারা সবাই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব 'দশাইন' পালনের জন্য \হরাজধানীতে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় মোড় নিতে গিয়ে বাসটি ৫০ মিটার নিচু একটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পাহাড়বেষ্টিত নেপালের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দেশটিতে প্রতিনিয়তই এ রকম দুর্ঘটনা ঘটে। বিশেষ করে যখন কোনো উৎসব চলে, তখন এর পরিমাণ বেড়ে যায়। ওই সময় সড়কগুলো বেশি ব্যস্ত ও গণপরিবহণগুলোতে অতিরিক্ত যাত্রীর জন্য দায়ী। সংবাদসূত্র : এনডিটিভি