হামলার আশঙ্কায় পাঞ্জাবে সতর্কতা

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে হামলার আশঙ্কায় ভারতের পাঞ্জাব প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই সতর্কতার সঙ্গে শুরু হয়েছে বড় ধরনের তলস্নাশি অভিযান। পাকিস্তান সীমান্তবর্তী পাঠানকোট, গুরদাসপুর ও বাতালা জেলায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে সীমান্তবর্তী এসব জেলায় অতিরিক্ত প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে যুক্ত হয়েছে বনবিভাগের কর্মীরাও। পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা জানান, এসব জেলায় হামলার আশঙ্কা রয়েছে। এই তিনটি জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে এবং ঘিরে রাখা ও তলস্নাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। কদিন আগে ভারতের পাঞ্জাবে একটি পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গেছে। পাঞ্জাবের ফিরোজপুর হুসেনিওয়ালা সীমান্তের চেকপোস্ট সংলগ্ন এলাকায় ওই ড্রোনটি দেখার পরেই নজরদারি বাড়িয়েছে ভারত। সংবাদসূত্র: হিন্দুস্তান টাইমস