সৌদি-ইরান বিরোধে মধ্যস্থতায় তেহরানে ইমরান

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ইরান ও সৌদি আরবের মধ্যকার চলমান উত্তেজনায় মধ্যস্থতা করতে রোববার একদিনের সফরে ইরান গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তেহরানে তাকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। সংবাদসূত্র : ডন এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো তেহরান সফর করলেন পাক প্রধানমন্ত্রী। গত এপ্রিলে প্রেসিডেন্ট রুহানির আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরান গিয়েছিলেন তিনি। ইরান সফরের পর সোমবার ইমরান খানের সৌদি আরব যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সৌদি আরব সফরের কথা রয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সে কারণে সোমবার ইমরান খান রিয়াদ সফরের পরিকল্পনা করেছেন না। এর বদলে আগামী সপ্তাহের কোনো একদিন রিয়াদ সফর করবেন তিনি। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হামলা চালালে তেহরান ও রিয়াদের উত্তেজনা শুরু হয়। সেপ্টেম্বরে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার পর দুই দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। ওই মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে ইরান-সৌদি বিরোধ নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন পাক প্রধানমন্ত্রী।