দাবি সাংবাদিকের

সাক্ষাৎকারের জন্য অর্থ নিতেন নির্ভয়ার বন্ধু!

মামলায় রায়ে প্রভাব পড়তে পারে বলে এতদিন চুপ ছিলেন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ভারতের দিলিস্নতে বহুল আলোচিত মেডিকেল ছাত্রী নির্ভয়া গণধর্ষণের একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন তার এক বন্ধু। যিনি ৭০ হাজার রুপির বিনিময়ে একটি টেলিভিশন চ্যানেলে সেদিনের ঘটনা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে শনিবার দাবি করেছেন ওই চ্যানেলের এক সাবেক সাংবাদিক। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ তিনি বলেন, এই বিষয়ে নির্ভয়ার ওই বন্ধুর বিরুদ্ধে 'স্টিং অপারেশন' (অপরাধী ধরতে গোপনে ভিডিও) চালিয়েছিলেন তারা। সাক্ষাৎকার দেয়ার জন্য ওই বিপুল অর্থ নেয়ার কথা তিনি 'অন-ক্যামেরা' স্বীকার করে নিয়েছিলেন বলে দাবি সাংবাদিকের। তবে ওই সাংবাদিক জানিয়েছেন, 'স্টিং অপারেশনের' ভিডিওটি তারা প্রকাশ্যে আনেননি। কারণ তাদের মনে হয়েছিল, নির্ভয়া কান্ডের অভিযুক্তদের আইনজীবী এই বিষয়টির ফায়দা তুলতে পারেন এবং মামলার রায়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সাংবাদিক জানিয়েছেন, ঘটনাটি ২০১৩ সালের সেপ্টেম্বরের। তখন নির্ভয়া কান্ডের দোষীদের মৃতু্যদন্ড দিয়েছিল আদালত। এই বিষয়টি নিয়ে বিভিন্ন খবরের চ্যানেল টানা খবর করে যাচ্ছিল। সেই সময় বেশ কয়েকটি খবরের চ্যানেলে নির্ভয়ার এই বন্ধু ওই ঘৃণ্য ঘটনার বিবরণ দিচ্ছিলেন। প্রবীণ ওই সাংবাদিক বলেন, 'তা দেখে আমি এক সাংবাদিককে বলি নির্ভয়ার বন্ধুকে স্টুডিওতে আনার জন্য। কিছুক্ষণ পর সেই সাংবাদিক আমাকে জানান, ওই ব্যক্তি তার চাচার সঙ্গে বিভিন্ন স্টুডিওতে যান এবং সাক্ষাৎকার দেয়ার জন্য হাজার হাজার রুপি নেন।' সাংবাদিকের কথায়, 'প্রথমে আমি এই কথা বিশ্বাস করতে পারিনি। যে ব্যক্তির চোখের সামনে তার বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে, সেই ব্যক্তি ঘটনাটি বলার জন্য চ্যানেলের সঙ্গে 'ডিল' করছেন! আমি নির্ভয়ার ওই বন্ধুকে দেখছিলাম। তার চোখে বিন্দুমাত্র যন্ত্রণা ছিল না। গলাও কাঁপছিল না। আমার খালি মনে হচ্ছিল, যার সামনে তার বন্ধুর সঙ্গে এমন নৃশংস আচরণ করা হয়েছে, তিনি কীভাবে অবিচল থেকে বারবার সেই ঘটনার বিবরণ দিয়ে যাচ্ছেন?' ওই সাংবাদিক বলেন, 'এরপরে আমি ঠিক করি, স্টিং অপারেশন চালিয়ে নির্ভয়ার ওই বন্ধুর আসল রূপ সবার সামনে ফাঁস করে দেব। আমার সহকর্মী ওই ব্যক্তির চাচার সঙ্গে ফোনে কথা বলেন। স্টুডিওতে আসার জন্য তারা এক লাখ রুপি দাবি করেন। অনেক দরাদরি করে সেই অঙ্ক ৭০ হাজারে নামানো হয়। তখনো মনে হচ্ছিল, নির্ভয়ার বন্ধু এই অর্থ লেনদেনের বিষয়ে কিছু জানেন না। তার অজান্তেই তার চাচা বিভিন্ন চ্যানেলের কাছে অর্থ চাইছেন। আমি তাই ঠিক করি, এই অর্থ দেয়ার বিষয়টি নির্ভয়ার বন্ধুর সামনেই করব। যাতে স্পষ্ট বোঝা যায়, বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল কি না।' এরপর সেই সাংবাদিক সে দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। তার ভাষ্যমতে, 'স্টুডিওতে বসে সাক্ষাৎকার দেয়ার জন্য নির্ভয়ার ওই বন্ধুর সামনেই ৭০ হাজার রুপি দেয়া হয়। ততক্ষণে গোপন ক্যামেরা চালু হয়ে গেছে। তারপর তার সাক্ষাৎকার নেয়া শুরু হয়। ১০ মিনিট কথাবার্তার পরই তার কাছে জানতে চাওয়া হয়, খবরের চ্যানেলে নির্ভয়া কান্ডের বর্ণনা দেয়ার জন্য আপনি অর্থ নেন কেন? তিনি প্রথমে টাকা নেয়ার কথা অস্বীকার করেন। তারপর তাকে অপারেশনের ফুটেজটি দেখানো হলে তার ঘুম ছুটে যায়। বারবার আমাদের কাছে ক্ষমা চান তিনি।' এতদিন পরে কেন বিষয়টি নিয়ে মুখ খুলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ওই সাংবাদিক। তিনি বলেন, 'কিছুদিন আগেই নির্ভয়া কান্ড নিয়ে একটি সিরিজ দেখছিলাম। দেখে আবার সেই পুরনো রাগ আর হতাশা মাথাচাড়া দিয়ে উঠল। মনে হলো, ছেলেটির চরিত্র সম্পর্কে সবার জানা উচিত।' উলেস্নখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর মধ্য রাতে দিলিস্নতে গণধর্ষণ করা হয়েছিল মেডিকেল ছাত্রী নির্ভয়াকে। ১১ দিনের লড়াই শেষে নিথর হয়ে গিয়েছিল তার ছিন্নভিন্ন শরীরটা। এরপর ভারতজুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। ২০১৩ সালের সেপ্টেম্বরে নির্ভয়া ধর্ষণ-খুনে অপরাধী ছয়জনকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছিল আদালত।