ব্রেক্সিট ইসু্যতে সমালোচনার মুখে রানি

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ব্রিটিশ পার্লামেন্টে রানি দ্বিতীয় এলিজাবেথের উদ্বোধনী ভাষণের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) জন্য তার ভাষণে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এটি বাস্তবায়ন নিয়ে শঙ্কা তাদের। সংবাদসূত্র : মিরর ব্রেক্সিটের ঠিক ১৫ দিন আগে সোমবার ব্রিটিশ পার্লামেন্টে সোনালি সিংহাসনে বসে রানি ব্রেক্সিট পরিকল্পনার পাশাপাশি অপরাধ, স্বাস্থ্য ও পরিবেশসহ দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে সরকারি রূপরেখা তুলে ধরেন। ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরকে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা বলেন রানি এলিজাবেথ। তবে, ব্রেক্সিট বাস্তবায়নে কোনো পরিকল্পিত রূপরেখা ভাষণে না থাকায় এটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে মনে করেন অনেকে। প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন রানির ভাষণে সরকারের পরিকল্পনাগুলো এক ধরনের প্রহসন বলে মন্তব্য করেছেন। সরকারের স্থায়িত্ব যেখানে অনেকটাই ঝুলে রয়েছে।