হুঙ্কার অমিত শাহের

পুরো ভারতেই এনআরসি কার্যকর করা হবে

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অমিত শাহ
যাযাদি ডেস্ক ভারতের জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে আবারও হুঙ্কার দিয়েছেন বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে নাগরিক তালিকা (এনআরসি) হয়েছে। আসামের মতো করেই ভবিষ্যতে ভারতের অন্যান্য অঞ্চলেও এনআরসি চালু করা হবে।' সংবাদসূত্র : এনডিটিভি অমিত শাহ বলেন, 'আসামে এনআরসি চালু করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সারাদেশে চালু করার কাজে সাহায্য করবে।' সারা ভারতের জন্য 'লিক প্রম্নফ এনআরসি' আনা হবে বলে উলেস্নখ করেছেন তিনি। আসামে এনআরসি চালু করতে যেসব সমস্যা দেখা গেছে, সারাদেশে এনআরসি চালু করতে সেসব দূর করা হবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল, এনআরসি কি একটি রাজনৈতিক অস্ত্র, না-কি এতে কোনো সুবিধা হবে? জবাবে তিনি বলেন, এনআরসি তারা করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশেই করা হয়েছে।' এনআরসি কি সারাদেশেই চালু করা হবে? এমন প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, 'হ্যাঁ, উচিত সময়েই তা করা হবে।' এর আগে তিনি বলেছিলেন, শুধু আসামেই নয়, অবৈধ অভিবাসীদের পুরো ভারত থেকেই বিতাড়িত করা হবে। গত ৩১ আগস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকে ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। এরপরই তিনি ঘোষণা দিয়েছিলেন, প্রত্যেক অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেয়া হবে।