মেক্সিকোয় বন্দুক হামলায় ১৪ পুলিশ নিহত

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের চোরাগোপ্তা হামলায় কর্মকর্তাসহ ১৪ পুলিশ নিহত ও তিন জন আহত হয়েছেন। সংবাদসূত্র : বিবিসি আদালতের আদেশ অনুযায়ী, পুলিশ মিচোয়াকান রাজ্যের এল আগুয়াকে শহরে দায়িত্ব পালন করার সময় তাদের গাড়িবহরে চোরাগোপ্তা হামলা হয়। পুলিশের টহল গাড়িগুলো শহররের ভেতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং তাদের লক্ষ্য করে গুলি করে। এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে কর্মকর্তাসহ অন্তত ১৪ পুলিশ নিহত ও অপর তিন কর্মকর্তা আহত হন। প্রভাবশালী অপরাধী গোষ্ঠী 'হালিসকো নুয়েভা হেনেরাতিওন কার্টেল' (সিজেএনজি) হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি বার্তা থেকে হামলাকারী বন্দুকধারীরা সিজেএনজির সঙ্গে জড়িত বলে ধারণা পাওয়া গেছে।