সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাক শিশুদের সঙ্গে উইলিয়াম ও কেট যাযাদি ডেস্ক রাজকীয় সফরে পাকিস্তানে গেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সফরের প্রথমদিন মঙ্গলবার পাকিস্তানের স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা করেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ অফিসের অনুরোধেই তারা এ সফর করছেন। সোমবার সন্ধ্যায় পাঁচদিনের সফর শুরু করেন তারা। এর আগে ২০০৬ সালে পাকিস্তানে সফর করেছিলেন প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়েল। মঙ্গলবার ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসের শিক্ষার্থীদের সঙ্গে দেশটির নারীদের শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন তারা। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সাল থেকে প্রায় ৫০ লাখের বেশি মেয়েশিশুকে উন্নত শিক্ষা অর্জনে সহায়তা করে যাচ্ছে যুক্তরাজ্য। হিমালয়ের পাদদেশে অবস্থিত মারগালা পাহাড়ের আরও তিনটি স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন। সাবেক ক্রিকেট তারকা এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার বন্ধু ছিলেন। দাতব্য কর্মকান্ডের অংশ হিসেবে বেশ কয়েকবার পাকিস্তানে সফর করেছেন প্রিন্স উইলিয়ামের মা ডায়ানা। পাকিস্তানে প্রথমবারের মতো এই সফরে তরুণদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানার গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। সংবাদসূত্র : বিবিসি বিক্ষোভ :আবদুলস্নাহর বোন-মেয়ে আটক যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুলস্নাহর বোন সুরাইয়া আবদুলস্নাহ এবং মেয়ে সাফইয়া আবদুলস্নাহ খান। তারা ছাড়াও আটক হয়েছেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশির। মঙ্গলবার দুপুরে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শ্রীনগরের লাল চকে জমায়েত হয়েছিলেন উপত্যকার সম্ভ্রান্ত ঘরের এই নারীরা। এলাকায় আগে থেকেই ছিল কড়া নিরাপত্তা। তাদের বিক্ষোভ মিছিল শুরু হতেই পুলিশ বাধা দেয়। সুরাইয়া, সাফিয়া, হাওয়া ছাড়া কমপক্ষে ১২ জন নারীকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ ভ্যানে ওঠার আগে সুরাইয়া আবদুলস্নাহ সাংবাদিকদের বললেন, '?৫ আগস্টে আমাদের ঘরে বন্ধ করে দেয়া হলো। তারপর ৩৭০ ধারা বিলোপ করা হলো।' সংবাদসূত্র : এএনআই হাগিবিসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ যাযাদি ডেস্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী টাইফুন হাগিবিসের তান্ডবে জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত কয়েক হাজার ঘরবাড়ি বিদু্যৎ ও পানিবিহীন অবস্থায় ছিল, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের খুঁজে পাওয়ার আশাও ফুরিয়ে আসছে। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে মধ্য ও পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যাপক তান্ডব চালায়। এরপর থেকে প্রায় তিন দিন ধরে ১৫ জন নিখোঁজ রয়েছেন। ফিলিপাইনের তাগালোগ ভাষার শব্দ 'হাগিবিস' মানে 'গতি', এর আঘাতে ২০০ জনের বেশি লোক আহত হয়েছেন। এটিকে গত ৬০ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে বিবেচনা করা হচ্ছে। সংবাদসূত্র : রয়টার্স বন্দুক হামলায় ১৪ পুলিশ নিহত যাযাদি ডেস্ক মেক্সিকোর পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাকারবারিদের চোরাগোপ্তা হামলায় কর্মকর্তাসহ ১৪ পুলিশ নিহত ও তিন জন আহত হয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী, পুলিশ মিচোয়াকান রাজ্যের এল আগুয়াকে শহরে দায়িত্ব পালন করার সময় তাদের গাড়িবহরে চোরাগোপ্তা হামলা হয়। পুলিশের টহল গাড়িগুলো শহররের ভেতর দিয়ে যাওয়ার সময় হামলাটি হয়। সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি পিকআপ ট্রাকে করে এসে পুলিশ বহরটি ঘিরে ফেলে এবং তাদের লক্ষ্য করে গুলি করে। এরপর তাদের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে কর্মকর্তাসহ অন্তত ১৪ পুলিশ নিহত ও অপর তিন কর্মকর্তা আহত হন। প্রভাবশালী অপরাধী গোষ্ঠী 'হালিসকো নুয়েভা হেনেরাতিওন কার্টেল' (সিজেএনজি) হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে রেখে যাওয়া একটি বার্তা থেকে হামলাকারী বন্দুকধারীরা সিজেএনজির সঙ্গে জড়িত বলে ধারণা পাওয়া গেছে। সংবাদসূত্র : বিবিসি