সিরিয়ায় তুর্কি অভিযান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান তুরস্কের

জ্জ বীরেরা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না :এরদোয়ান জ্জ অভিযান থামাতে তুরস্ককে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ান
সিরিয়ার উত্তরাঞ্চলে আশু যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের জানানো আহ্বান প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে্যপ এরদোয়ান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, 'তারা বলছে যুদ্ধবিরতি ঘোষণা কর। আমরা কখনোই তা করবো না। অভিযান বন্ধের জন্য আমাদের চাপ দেয়া হচ্ছে। তারা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। আমাদের উদ্দেশ্য পরিষ্কার। বীরেরা কখনো নিষেধাজ্ঞাকে পরোয়া করে না।' সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর তুরস্ক সফরের আগে এসব মন্তব্য করলেন এরদোয়ান। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় পেন্স ও পম্পেওর সঙ্গে এরদোয়ানের সাক্ষাৎ করার কথা রয়েছে। তুরস্ক আশু যুদ্ধবিরতি গ্রহণ না করা পর্যন্ত এবং সীমান্ত ইসু্যতে দীর্ঘস্থায়ী মীমাংসার আলোচনায় বসতে রাজি না হলে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে বলে সোমবার সতর্ক করেছিলেন পেন্স। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী স্থানগুলো থেকে কুর্দি যোদ্ধাদের হটাতে সেখানে পরিকল্পিত এক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দিদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ওই অঞ্চল থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেওয়ার পরই অভিযানে নামে তুরস্কের সামরিক বাহিনী। তুরস্কের এই অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছে দেশটির কংগ্রেস। তার প্রশাসনের অনুগত বলে পরিচিত রিপাবলিকানরাও এতে সমর্থন জানিয়েছে। এদিকে, সিরিয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে ফোনে এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। পুতিন এরদোয়ানকে রাশিয়া সফরের আমন্ত্রণও জানিয়েছেন বলে বুধবার ক্রেমলিন জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী রাশিয়া জানিয়েছে, তারা সিরিয়া ও তুরস্কের বাহিনীর মধ্যে সংঘর্ষ ঠেকাবে। তুরস্ককে কঠোর হুশিয়ারি রাশিয়ার অন্যদিকে সিরিয়ায় তুরস্কের হামলাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। এই হামলা বরদাশত করা হবে না বলেও হুশিয়ার করেছে দেশটি। আরব আমিরাত সফরের সময় সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্দ্রার লাভ্রেনতেভ রাশিয়ার এই অবস্থানের কথা জানান। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক। এই হামলায় তুরস্কের সঙ্গে রয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ায় মস্কোর বিশেষ দূত আলেকজান্দ্রার লাভ্রেনতেভ বলেন, 'এটা একেবারেই অগ্রহণযোগ্য। অবশ্যই আমরা এটা বরদাশত করব না।'