সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের অযোধ্যা মামলার শুনানি শেষ যাযাদি ডেস্ক ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ-রাম মন্দির সংক্রান্ত মামলার শুনানি বুধবার চলিস্নশ দিনের মাথায় শেষ হয়েছে। তবে ওই মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। এদিন বিকাল ৫টায় এ মামলার প্রাত্যাহিক শুনানি শেষ হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বুধবার যে এই শুনানি পর্ব শেষ হতে পারে তা এদিন সকালেই জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুনানির জন্য এদিন আরও কিছুটা সময় চেয়েছিলেন এক আইনজীবী। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, 'যথেষ্ট হয়েছে। আজ (বুধবার) বিকাল ৫টায় অযোধ্যার শুনানি শেষ হতেই হবে।' প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বর ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই মামলার রায় ঘোষণা হতে পারে। সংবাদসূত্র : এনডিটিভি