মুদ্রা পাচারের অভিযোগে তিন মামলা নাজিবের বিরুদ্ধে

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নাজিক রাজাক
মালয়েশিয়ার তদন্ত কমর্কতার্রা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মুদ্রা পাচারের তিনটি অভিযোগ এনেছেন। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’র (ওয়ানএমডিবি) চুরি যাওয়া অথের্র তদন্তের অংশ হিসেবে বুধবার কুয়ালালামপুরের হাইকোটের্ এ অভিযোগগুলো আনা হয়। তিনটি অভিযোগেই নিজেকে নিদোর্ষ দাবি করা নাজিবের জামিনও মঞ্জুর করেছে আদালত। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীষর্ অথর্নীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিবই প্রধানমন্ত্রী থাকার সময় ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কাযর্ক্রম শুরু করেছিলেন। কিন্তু পরে ওই তহবিলের ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ওই অথর্ পাচারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হলেও নাজিব বরাবরই কোনো ধরনের অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। মালয়েশিয়ার নিম্ন আদালতে দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় তহবিল থেকে তিনটি লেনদেনের মাধ্যমে নাজিব রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রায় চার কোটি ২০ লাখ রিঙ্গিত বা এক কোটি মাকির্ন ডলার স্থানান্তর করা হয়েছে। বুধবার বিচারক আগের অভিযোগসহ এই অভিযোগ শুনানির জন্য উচ্চ আদালতে স্থানান্তর করেন। প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবকে অথর্ কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল মালয়েশিয়ার আদালত। চলতি বছরের মে মাসের নিবার্চনে সরকার বদলের পর নতুন প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ ক্ষমতায় এসে নতুন করে ওই দুনীির্ত তদন্তের নিদের্শ দেন। মালয়েশিয়ার দুনীির্ত দমন বিভাগের কমর্কতার্রা নাজিব রাজাকের বাসায় কয়েক দফা তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা ও বিলাসপণ্য জব্দ করে। জুলাইয়ের শুরুতে নাজিবকে তার কুয়ালালামপুরের বাসভবন থেকে গ্রেপ্তারও করা হয়।