‘ইরানের তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা সফল হবে না’

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানের পররষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সফল হবে না। বুধবার ইরানের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে মাকির্ন কমর্কতার্রা জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে যেসব দেশ তেল কিনছে, তাদের সেটা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করা হবে। সংবাদসূত্র : রয়টাসর্ জারিফ বুধবার বলেছেন, ‘যদি মাকিির্নরা এই অতি সাধারণ ও অসম্ভব পরিকল্পনা তাদের মনে ধারণ করে রাখতে চায়, তাহলে তাদের এর পরিণতিটাও জানা উচিত।’ তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান তেল রপ্তানি করবে না এবং অন্যরা করবেÑ এটা তারা ভাবতে পারে না।’ গত মাসে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি হুশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামিক প্রজাতন্ত্রের তেল রপ্তানি বন্ধ করে দেয়ার চেষ্টা করে, তাহলে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির গুরুত্বপূণর্ পথ হচ্ছে এই হরমুজ প্রণালি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মাকিির্নরা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধকক্ষে সমবেত হয়েছে। আমরা এই যুদ্ধকক্ষের ফঁাদে পড়ে তাদের মোকাবেলা করতে এবং যুদ্ধের ময়দানে খেলতে চাই না।’