‘পরমাণু নিরস্ত্রীকরণে কোনো পদক্ষেপ নেয়নি উত্তর কোরিয়া’

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু নিরস্ত্রীকরণে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ তুলে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীষর্ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আপাতত দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তিনি বলন, ‘যদি তারা পরমাণু অস্ত্র পরিহারের কৌশলগত সিদ্ধান্ত নেয়, তারা তা এক বছরের মধ্যে করতে পারে।’ সংবাদসূত্র : রয়টাসর্ জুন মাসে দুই দেশের শীষর্ নেতা ডোনাল্ড ট্রাম্প আর কিম জং-উন এক ঐতিহাসিক বৈঠক শেষে উত্তর কোরীয় নিরস্ত্রীকরণের বিপরীতে মাকির্ন নিষেধাজ্ঞা শিথিলে সম্মত হন। মঙ্গলবার মাকির্ন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে জন বোল্টন জানান, উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণের কৌশলগত সিদ্ধান্ত নেয়ার পর নিষেধাজ্ঞা শিথিলের পথে যাবে তারা। নতুন কোনো বৈঠকের বিষয়ে জানতে চাইলে বোল্টন বলেন, কিমকে পাঠানো সাম্প্রতিক চিঠিতে ট্রাম্প পম্পেওকে আবারও উত্তর কোরিয়ায় পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া তিনি নিজেও যেকোনো সময় কিমের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।