জাপানে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূণির্ঝড়

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানী টোকিওর দিকে ধেয়ে আসা শক্তিশালী এক ঘূণির্ঝড় মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে জাপান। বুধবার ঘূণির্ঝড়টি রাজধানী টোকিওয়ের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে এবং এর কারণে বিভিন্ন এলাকায় ভারী বষর্ণ ও ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আবহওয়ার পূবার্ভাসে সতকর্ করা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ ‘শানশান’ নামের এ ঘূণির্ঝড়টি এখন দুই মাত্রার শক্তি নিয়ে এগোতে থাকলেও জাপানের প্রধান দ্বীপ হনশুর পূবার্ংশের কাছাকাছি পেঁৗছাতে পেঁৗছাতে এটি কিছুটা দুবর্ল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ‘শানশান’ নামটি চীনা মেয়েদের নাম থেকে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাতের দিকে এটি টোকিওর কাছাকাছি পেঁৗছে যাবে এবং সম্ভবত এদিন সকালেই টোকিওর ব্যস্ত সময়ে নগরীটিতে আছড়ে পড়বে। ঘূণির্ঝড়ের কারণে টোকিও ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার দুপুর পযর্ন্ত ২৪ ঘণ্টায় সবোর্চ্চ ৩৫০ মিলিমিটারের (১৪ ইঞ্চি) মতো বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘণ্টায় সবোর্চ্চ ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। শানশান খুব ধীরগতিতে ঘণ্টায় সবির্নম্ন ১৫ কিলোমিটার গতিতে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে এক একটি এলাকায় দীঘর্সময় ধরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।