সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
হিজাব-বোরকা নিয়ে মন্তব্য ক্ষমা চাইবেন না বরিস জনসন যাযাদি ডেস্ক হিজাব ও বোরকা নিয়ে বিতকির্ত মন্তব্য করে সমালোচিত হলেও ক্ষমা চাইবেন না সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির্র নেতাকমীর্, চেয়ারম্যান ও স্বয়ং প্রধানমন্ত্রী থেরেসা মে বিতকির্ত মন্তব্যের জন্য বরিসকে ক্ষমা চাওয়ার আহŸান জানিয়েছেন। লন্ডনের একসময়ের নন্দিত মেয়র বরিস। ব্রেক্সিট নিয়ে দলীয় বৃত্তের ভেতরে-বাইরে নানা নাটকীয়তা আর বিতকর্ জন্ম দেয়ার একপযাের্য় সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। গত ৬ আগস্ট হিজাব-বোরকা নিয়ে বিদ্বেষপূণর্ মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন তিনি। বরিস মন্তব্য করেন, মুসলমান নারীরা বোরকা পরলে তাদের ‘চিঠির বাক্সের মতো’ দেখায়। বোরকা পরিহিতদের ‘ব্যাংক ডাকাতদের’ সঙ্গেও তুলনা করেন তিনি। সংবাদসূত্র : গাডির্য়ান মাদুরোর অনুষ্ঠানে হামলা দায় স্বীকার করলেন পুলিশ কমর্কতার্ যাযাদি ডেস্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুষ্ঠানে ড্রোন থেকে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছেন দেশটির সাবেক এক পুলিশ কমর্কতার্। একটি শহরের পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ৫২ বছর বয়সী এই মাদুরোবিরোধী। গত শনিবার রাজধানী কারাকাসে দেশটির সেনাবাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ওই বিস্ফোরণ ঘটানো হয়। এতে সাত সেনা সদস্য আহত হয়। ওই বিস্ফোরণের পর মাদুরো দাবি করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক সাক্ষাৎকারে সালভাতর লুচেসি নামের ওই সরকারবিরোধী অ্যাক্টিভিস্ট বলেছেন, মাদুরোবিরোধী মিলিট্যান্টদের, ভেনেজুয়েলায় যা ‘রেজিসট্যান্স’ (প্রতিরোধ) নামে পরিচিত, সামান্য সহযোগিতা নিয়ে তিনিই ওই ড্রোন হামলার ব্যবস্থা করেছেন। সরকারবিরোধী আন্দোলনের কারণে এর আগে তার জেল হয়েছিল। সংবাদসূত্র : রয়টাসর্ ভারতের তামিলনাড়– করুণানিধির শেষকৃত্যে ভিড়ে মৃত্যু দুইজনের যাযাদি ডেস্ক ভারতের তামিলনাড়–র সাবেক মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধির শেষকৃত্য অনুষ্ঠানে ভিড়ের চাপে দুইজনের প্রাণহানি ঘটেছে। কে কার আগে মরদেহ দেখবেÑ এই হড়োহুড়ির মধ্যে পড়ে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইয়ে মারা যান করুণানিধি। বুধবার চেন্নাইয়ের মেরিনা বিচে পূণর্ রাষ্ট্রীয় মযার্দায় শেষকৃত্য হয় প্রয়াত ডিএমকে নেতার। যেখানে তার মরদেহ রাখা হয়েছিল, সেখানে সকাল থেকেই জড়ো হওয়া লাখ লাখ মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। একপযাের্য় ধাক্কাধাক্কি, পুলিশের লাঠিপেটা এবং পদপিষ্ট হয়ে মারা যান দুইজন। করুণানিধিকে শেষশ্রদ্ধা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, পিনরাই বিজয়ন, এইচ ডি কুমারস্বামীসহ আরও অনেক নেতা। আদালতের নিদেের্শ মেরিনা বিচেই হয়েছে করুণানিধির সমাধি। এর আগে তামিলনাড়–র সরকার অনুমতি না দেয়ায় ডিএমকে আদালতের আশ্রয় নিয়েছিল। সংবাদসূত্র : এনডিটিভি পাকিস্তানে আবারও স্কুল পেড়াল জঙ্গিরা যাযাদি ডেস্ক পাকিস্তানে রাতের অন্ধকারে মেয়েদের স্কুল পোড়ানোর মচ্ছব চলছেই। মঙ্গলবার রাতে দেশটিতে আরও দুটি স্কুল ধ্বংস করে দিয়েছে উগ্রপন্থি জঙ্গিরা। এ নিয়ে গত এক সপ্তাহে ১৫টি স্কুল পোড়ানো হলো। মঙ্গলবারের হামলাটি চালানো হয় বেলুচিস্তানের পিশিন জেলায়। এর আগে গত শুক্রবার ১৩টি স্কুল পুড়িয়ে দেয়া হয় দেশটির উত্তর গিলিট বালতিস্তানে। রাতে হামলা চালানোয় কেউ হতাহত হয়নি। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রায়ই মেয়েদের স্কুলে হামলা চালায় জঙ্গিরা। বিভিন্ন সংস্থার হিসাবে দেখা গেছে, গত ১০ বছরে ১৫০০ স্কুল ধ্বংস করে দেয়া হয়েছে পাকিস্তানে। সংবাদসূত্র : এনডিটিভি সিরিয়া আইএস সদস্যকে ফঁাসি দিয়েছে দ্রæজ মিলিশিয়ারা যাযাদি ডেস্ক সিরিয়ার সরকারপন্থি দ্রæজ মিলিশিয়ারা মঙ্গলবার স্বইদায় ইসলামিক স্টেট (আইএস) গ্রæপের এক সদস্যকে ফঁাসি দিয়েছে। জঙ্গিরা সংখ্যালঘু সম্প্রদায়টির এক তরুণ জিম্মির শিরñেদ করার মাত্র কয়েকদিন পর তাকে ফঁাসি দেয়া হলো। সিরীয় পযের্বক্ষণ সংস্থা একথা জানায়। আইএস জঙ্গিরা দুই সপ্তাহেরও কম সময় আগে প্রত্যন্ত একটি গ্রাম থেকে দ্রæজ সম্প্রদায়ের ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণ করে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশে হত্যাযজ্ঞ চালানোর সময় এদের অপহরণ করে। জিম্মি ও শিরñেদের ঘটনায় দ্রæজদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মিলিশিয়ারা এক আইএস সদস্যকে ফঁাসি ঝুলিয়ে এর প্রতিশোধ নেয়।’ সংবাদসূত্র : এএফপি অনলাইন