বাণিজ্যযুদ্ধ :চীনের প্রবৃদ্ধি ৩০ বছরে সর্বনিম্নে

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে উৎপাদন খাত ব্যাহত হওয়ায় চীনে ৩০ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার প্রত্যাশার চেয়েও অনেক নিচে নেমে গেছে। সংবাদসূত্র : রয়টার্স সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত গত তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। যেখানে ওই সময়ে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছিল। চীন সরকার কর কর্তনের মতো পদক্ষেপ নিয়ে অর্থনীতিকে ধরে রাখার চেষ্টা করার পরও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হারে এ শ্লথগতি দেখা দিয়েছে। দেশটির সরকারের বার্ষিক প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে ৬ থেকে সাড়ে ৬ শতাংশ। চলতি বছর প্রবৃদ্ধি হার ৬ শতাংশ হওয়ার অর্থ- তা সর্বনিম্নে অবস্থান করছে। আর ১৯৯২ সালের প্রথম প্রান্তিকের তুলনায়ও প্রবৃদ্ধির এ হার সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনীতির এ শ্লথগতি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা আছে।