সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ মাত্র চার মাস সময় পেল পাকিস্তান যাযাদি ডেস্ক সন্ত্রাসবাদে অর্থায়ন এবং মদদ দেয়া বন্ধ না হলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত হতে হবে। আর এজন্য দেশটিকে মাত্র চার মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থ জোগান-বিরোধী পর্যবেক্ষক সংস্থা 'ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স' (এফএটিএফ) পাকিস্তানকে তাদের 'ডার্ক গ্রে' বা গাঢ় ধূসর তালিকায় রেখেছে। সংস্থাটির চলমান অধিবেশনে পাকিস্তানকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। আগামী চার মাসের মধ্যে সন্ত্রাসবাদীদের অর্থ যোগান এবং মদদ দেয়া বন্ধ না করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কড়া ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে এফএটিএফ। কালো তালিকাভুক্ত হলে পকিস্তানকে সব ধরনের আর্থিক সাহায্য বন্ধ করে দেবে এফটিএফের সদস্য দেশগুলো। সন্ত্রাস মোকাবিলায় নির্ধারিত ২৭টি লক্ষ্যমাত্রার মধ্যে পাকিস্তান মাত্র পাঁচটি পূরণ করেছে। তাদের ২০২০ সালের ফেব্রম্নয়ারির ভেতরে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছে। সংস্থাটির কালো তালিকায় রয়েছে ইরান এবং উত্তর কোরিয়া। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস জলবায়ু পরিবর্তন জি-সেভেন সম্মেলনে আলোচনা হবে না যাযাদি ডেস্ক আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিকি মালভানি বলেন, 'আমাদের আলোচনায় জলবায়ু পরবির্তন নিয়ে কোনো কথা হবে না।' জি-সেভেনে (গ্রম্নপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। ইউরোপীয় ইউনিয়ন ও জি-সেভেনে প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২০১৪-এর ২৪ মে রাশিয়াকে জি-এইট থেকে বাদ দেয়া হয়। আগামী বছর ফ্লোরিডায় ট্রাম্পের মালিকানাধীন গল্ফ ক্লাবেই বসবে জি-সেভেন নেতাদের বৈঠক। জলবায়ু পরিবর্তন মোকাবিলা নিয়ে ট্রাম্প প্রশাসনের অনাগ্রহ নতুন কিছু নয়। এর আগে প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে গেছেন ট্রাম্প। পৃথিবীর মোট কার্বন নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও চীন। তবে ট্রাম্প একথা স্বীকার করতে চান না। তার মতে জলবায়ু পরিবর্তন একটি ভ্রান্ত ধারণা। সংবাদসূত্র : এনডিটিভি আফগানিস্তানে বেড়েছে হতাহতের সংখ্যা যাযাদি ডেস্ক চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে চার হাজার ৩১৩ জনের বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএমএ)। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এক হাজার ১৭৪ জন নিহত এবং আহত হয়েছে তিন হাজার ১৩৯ জন। গত তিন মাসে ৭৮৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং এক হাজার ২৫৪ জন আহত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে আফগানিস্তানে মোট হতাহতের সংখ্যা আট হাজারের বেশি। এতে আরও বলা হয়েছে, গত মাসে আফগানিস্তানের নির্বাচনী সহিংসতায় ৮৫ জন সাধারণ নাগরিক নিহত এবং ৩৭০ জনের বেশি আহত হয়েছেন। দুই দশক ধরে যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তালেবান। সংবাদসূত্র : রয়টার্স টয়লেটে ১৫ মিনিটের বেশি থাকা যাবে না যাযাদি ডেস্ক অফিসে কাজের ফাঁকে নিজেকে সময় দিতে অনেকেই টয়লেটে মোবাইল ফোন, খবরের কাগজ বা ম্যাগাজিন পড়েন। এবার সেখানেও নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষ। কারণ চীনের স্মার্ট পাবলিক টয়লেটে থাকছে এক রকমের 'টাইম সেন্সর'। এতে করে অফিসের কোনো কর্মীই টয়লেটে বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না। এক্ষেত্রে সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে। নতুন নিয়মে মাত্র ১৫ মিনিট থাকা যাবে টয়লেটে। এর বেশি সময় নয়। চীনের সাংহাইয়ে এমন অভিনব ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর। এটা সময়সীমা অনুযায়ী একটি রে-সেন্সর করে জানান দেবে, ভেতরে কোনো ব্যক্তি আছে কিনা। সব তথ্যই সরকারের কাছে জমা হতে থাকবে। সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি