ইতিহাস সৃষ্টি মার্কিন নারী নভোচারীদের

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মহাকাশে দুই নারী নভোচারী
প্রথমবারের মতো কোনো পুরুষ নভোচারী ছাড়াই স্পেসওয়াক করে ইতিহাস সৃষ্টি করেছেন দুই নারী নভোচারী। শুক্রবার বৈদু্যতিক সংযোগের একটি ভাঙা অংশ মেরামতের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে পা রাখেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর। আগামী সপ্তাহে নতুন ব্যাটারি বসানোর কথা ছিল এই দুই নভোচারীর। কিন্তু যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ায় তিনদিন আগেই মহাশূন্যে যাওয়ার ঝুঁকিটি নিতে হয় তাদের। ক্রিস্টিনা কোচ এর আগেও মহাকাশে চারবার স্পেসওয়াক করেছেন। তবে তার সঙ্গে যাওয়া জেসিকা মেইরের এটিই প্রথম। নাসার তথ্যমতে, তিনি মহাকাশে পদচারণা করা ১৫তম নারী। নারী নভোচারীদের এই অসামান্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদেরকে অত্যন্ত সাহসী নারী বলে অভিহিত করে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণও জানান ট্রাম্প। উলেস্নখ্য, মহাকাশে প্রথম পদচারণা করেছিলেন রুশ নারী সেভেতলানা সাভিতস্কায়া। তিনি ১৯৪৮ সালের ২৫ জুলাই ইউএসএসআরের স্পেশ স্টেশনের বাইরে তিন ঘণ্টা পদচারণা করেছিলেন। তার সঙ্গে ছিলেন মহাকাশচারী ভস্নাদিমির ঝানিবেকভ। আর ইতিহাসে স্পেসওয়াক করা প্রথম মানুষ হচ্ছেন, সোভিয়েত নভোচারী অ্যালেক্সাই লিওনোভ। চলতি মাসের শুরুর দিকে ৮৫ বছর বয়সে মারা যান তিনি। সংবাদসূত্র : বিবিসি