সাতটি নতুন পরমাণু চুলিস্ন নির্মাণে ভারত

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
২০৩০ সালের মধ্যে নতুন ২১টি পারমাণবিক চুলিস্ন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। শুক্রবার দেশটির পারমাণবিক জ্বালানি সচিব কেএন বিয়াস জানিয়েছেন, সাতটি চুলিস্নর নির্মাণ কাজ চলমান রয়েছে। আরও ১৭টির নির্মাণ প্রক্রিয়াধীন। 'নিউক্লিয়ার পাওয়ার করপোরেশন অব ইনডিয়া লিমিটেড' (এনপিসিআইএল) এসব চুলিস্ন নির্মাণ করবে। গত বছর ২০৩০ সালের মধ্যে ২১টি পারমাণবিক চুলিস্ন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে ভারতের পারমাণবিক জ্বালানি সংস্থা। এসব চুলিস্নর নির্মাণ কাজ নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানান পারমাণবিক জ্বালানি সচিব কেএন বিয়াস। ভারতের অ্যানার্জি ফোরামে কেএন ভিয়াস বলেন, 'আমরা সর্বক্ষণিক নির্মাণ কাজ অব্যাহত রেখেছি, সে কারণে নির্মাণ ব্যয় কমছে আর কাজে গতি আসছে।' এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতই প্রথম গবেষণা চুলিস্ন নির্মাণ করে জানিয়ে তিনি বলেন, 'পারমাণবিক জ্বালানি খাতে ভারত পুরনো খেলোয়াড়। আমাদের শেখার পথ ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক দশকে আমরা পারমাণবিক চুলিস্নর সংখ্যা ২২টি বাড়াতে সক্ষম হয়েছি।' বর্তমানে পারমাণবিক জ্বালানির চুলিস্নর সংখ্যায় বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারত। সংবাদসূত্র : এনডিটিভি