বিক্ষোভের পর চিলিতে জরুরি অবস্থা জারি

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মেট্রোর টিকিটের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ শুরুর পর চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ভাড়া বৃদ্ধিতে সান্তিয়াগোর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার শহরজুড়ে বিক্ষোভ করে। তারা আন্ডারগ্রাউন্ড স্টেশনে হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। প্রায় এক হাজার পরিবহণ ভংচুর করে। এতে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোর টিকিটের মূল্য বৃদ্ধি করার পর থেকে গণমাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে, প্রতিবাদকারীরা পুলিশের গাড়িতে পাথর ছুড়ে মারছে। বাস পুড়িয়ে দিচ্ছে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করছে। দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিয়েরা টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, 'জনসাধারণের শৃঙ্খলা, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে জরুরি অবস্থার জারি করা হয়েছে।' সংবাদসূত্র : বিবিসি