কাশ্মীর সীমান্তে পাক-ভারত সংঘর্ষ, হতাহত অনেক

পাকিস্তানের ৪ সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি ভারতের

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পাকিস্তান লক্ষ্য করে ভারতের গোলা বর্ষণ
যাযাদি ডেস্ক চির বৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে রোববার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের পক্ষ থেকে তাদের সাতজন এবং ভারতের পক্ষ থেকে তিনজন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদসূত্র: এনডিটিভি, ডন ভারতীয় কর্তৃপক্ষ বলছে, সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনাসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন বেসামরিক। অন্যদিকে, পাকিস্তানি গণমাধ্যম জানায়, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে পাকিস্তানের এক সেনাসদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০১৯ সালে এক দিনে ভারতীয় বাহিনীর হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানি। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। ভারতীয় গণমাধ্যমের দাবি, কাশ্মীরের কুপওয়ারা জেলার টানগড় সেক্টরে ভারতের সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণ করলে সেনাসদস্যসহ বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটে। তবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। এতে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাদের এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ সময় পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় ৯ ভারতীয় জওয়ান নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও অনেকে। দুই ভারতীয় বাঙ্কারও তছনছ করে দেয়া হয়েছে। পাকিস্তানের দাবি, বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের বিরুদ্ধে একই রকম অভিযোগ আনা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ভারতের ভূখন্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তা করেছে পাক সেনাবাহিনী। ভারতের দাবি, টানগড় সেক্টরে পাক বাহিনীর অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ ও অনুপ্রবেশের জবাব দিতে ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা লক্ষ্য করে চালানো ভারতের হামলায় আর্টিলারি গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ভারত হামলা শুরুর পর রাজস্থান সীমান্তের জয়সালমার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের চার সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি ভারতের এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের চার 'সন্ত্রাসী আস্তানা' গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ভারত। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, রোববারের এ অভিযানে চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ১০-১৫ জঙ্গিকে। প্রতিবেদনে আরও বলা হয়, 'সন্ত্রাসী আস্তানাগুলোর' অবস্থান ছিল কাশ্মীরের টানগড় সেক্টরের উল্টো দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঘাটে।