সিডনি পৌঁছেছে বিশ্বের দীর্ঘ বিরতিহীন বিমান

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে অস্ট্রেলিয়ার সিডনির দূরত্ব ১৬ হাজার ২০০ কিলোমিটার। দীর্ঘ এ যাত্রাপথে কোনো বিরতি ছাড়াই অস্ট্রেলিয়ার বিমান পরিবহণ সংস্থা 'কান্তাস এয়ারওয়েজ'র একটি ফ্লাইট রোববার গন্তব্যে পৌঁছেছে। আর এর মধ্য দিয়ে বিরতিহীনভাবে এত দূরের গন্তব্যে যাওয়ার রেকর্ড তৈরি হলো। সংবাদসূত্র : বিবিসি, এএফপি রোববার সকালে ৪৯ জন যাত্রী নিয়ে কান্তাস এয়ারওয়েজের ৭৮৭-৯ বোয়িং বিমানটি সিডনি পৌঁছায়। দীর্ঘ এ যাত্রায় কোনো বিরতি ছাড়াই ১৯ ঘণ্টা ১৬ মিনিটে ১৬ হাজার ২০০ কিলোমিটারের পথ পাড়ি দিয়েছে বিমানটি। শুক্রবার রাতে ফ্লাইটটি নিউইয়র্ক থেকে সিডনির উদ্দেশে যাত্রা শুরু করে। আগে ধারণা করা হয়েছিল, দীর্ঘ এ যাত্রাপথ বিরতিহীনভাবে পাড়ি দিতে আনুমানিক ২২ ঘণ্টা সময় লাগতে পারে। তবে গন্তব্যে পৌঁছাতে অনুমানের চেয়ে প্রায় তিন ঘণ্টা সময় কম লেগেছে বিমানটির। কান্তাস এয়ারওয়েজ 'দীর্ঘ বিমানযাত্রা' নামে পরীক্ষামূলক একটি কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে এই ফ্লাইট পরিচালনা করেছে তারা। কান্তাস এয়ারওয়েজ এবার লন্ডন থেকে সিডনি পরীক্ষামূলক বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।