চিলিতে দাঙ্গা সুপার মার্কেটে লাগানো আগুনে ৩ জন নিহত

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চিলিতে সরকারবিরোধী বিক্ষোভের দ্বিতীয় রাতে রাজধানী সান্তিয়াগোর একটি সুপার মার্কেটে লাগানো আগুনে তিনজন নিহত হয়েছেন। অগ্নিকান্ডে ঘটনাস্থলেই দুইজনের মৃতু্য হয়; হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরেকজন মারা যান। সংবাদসূত্র : বিবিসি মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার থেকে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করলেও বিক্ষোভকারীদের শান্ত করা যায়নি। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করে রাজধানীর সড়কগুলোতে সেনাসদস্য ও ট্যাংক মোতায়েন করে। ১৯৯০ সালে অগাস্তো পিনোশের স্বৈরশাসনের অবসান ও গণতন্ত্রে ?উত্তরণের পর এবারই প্রথম সান্তিয়াগোতে সেনা মোতায়েন হলো। ভাড়াবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে এখন ল্যাতিন আমেরিকার সবচেয়ে স্থিতিশীল দেশটিতে জীবনযাত্রার অত্যধিক ব্যয় নিয়ে জনরোষের প্রতিফলন দেখা যাচ্ছে। দ্বিতীয় দিনের সহিংস প্রতিবাদে বিক্ষোভকারীদের সড়কে ব্যারিকেড ও বিভিন্ন বাসে আগুন দিতে দেখা গেছে; পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের থামানোর চেষ্টা করে।