সন্ত্রাসের বিরুদ্ধে একগুচ্ছ টিউলিপ

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে পেটিট প্যালেসের কাছে 'একগুচ্ছ টিউলিপ ফুলের তোড়া' নামে একটি ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। যেটি মার্কিন প্রখ্যাত ভাস্কর জেফ কুনস তৈরি করেছেন। ভাস্কর্যটি সম্পর্কে তিনি বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। আর নিঃসন্দেহে টিউলিপ স্বর্গের ফুল।' ভাস্কর্যটি ১২.১২ মিটার উঁচু এবং এতে ১১টি রঙিন টিউলিপের তোড়া রয়েছে, যার মাধ্যমে একটি বিশালাকার হাতকে চিত্রিত করা হয়েছে। যে হাত হিংস্রতা ভুলে শান্তির পরশ ছড়িয়ে দেবে জনে জনে। উলেস্নখ্য, ২০১৫ সালের নভেম্বরে উপর্যুপরি সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ফ্রান্স। দেশটির স্টেডিয়াম, বারসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় ১৩০ জন -সিনহুয়া