চিলিতে বিক্ষোভ

গার্মেন্ট কারখানায় লুটেরাদের আগুনে নিহত ৫

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে লুটেরাদের লাগানো আগুনে পুড়ে পাঁচ জন নিহত হয়েছেন। রোবাবার রাজধানী সান্তিয়াগোর কাছে ঘটনাটি ঘটে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স রাতে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস চ্যাডউইক ওই আগুন নাশকতাসহ বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সহিংসতায় এদিন সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। সামরিক বাহিনী ও পুলিশ দিনভর কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করেছে। রাতে প্রধান শহরগুলোতে কারফিউ জারি হয়। প্রথমে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল, পরে বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হলেও বিক্ষোভ থামেনি। বর্তমানে তা জীবনযাত্রার ব্যয় ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদে রূপ নিয়েছে। ফলে রোববারও রাজধানীতে লুট ও অগ্নিসংযোগ অব্যাহত ছিল। প্রতিবাদকারীরা এদিন বহু বাসে আগুন ধরিয়ে দেয়, মেট্রো স্টেশন ভাঙচুর করে ও দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ দিন সান্তিয়াগোর প্রায় সব গণপরিবহণ বন্ধ ছিল। এমনকি সব ধরনের বিমান চালাচলও বন্ধ রাখা হয়। গত শুক্রবার দেশের পাঁচটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনইয়েরা।