ভারতের দুই রাজ্যে বিধানসভা ভোট

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্র এবং হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ সোমবার শেষ হয়েছে। নরেন্দ্র মোদির বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটিই প্রথম নির্বাচন। জয়ের প্রশ্নে ক্ষমতাসীনরা প্রায় নিশ্চিত হলেও বিরোধীরা বলছে, ভোটের আগে দেশজুড়ে পাক-ভারত যুদ্ধের জিগির তুলে ভোটারদের প্রভাবিত করার অপকৌশল নিয়েছে বিজেপি। এর আগে ভারতের এই দুই রাজ্যের বিধানসভা ভোটে আবারও গেরুয়া ঝড় উঠতে যাচ্ছে বলে জনমত জরিপ থেকে জানা গিয়েছিল। এদিন মহারাষ্ট্রের করাদের একটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় -আউটলুক ইনডিয়া