পাক-ভারত ডাক যোগাযোগ বন্ধ

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তান হঠাৎ একতরফাভাবে দুই দেশের মধ্যে ডাক পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এ জন্য দেশটির কড়া সমালোচনা করেছেন তিনি। সোমবার দিলিস্নতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতকে কিছু না জানিয়েই পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এমন সিদ্ধা?ন্ত আন্তর্জাতিক ডাক পরিষেবা নিয়মের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। চলতি বছরের ২৬ ফেব্রম্নয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলাকে কেন্দ্র করে আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। পাঁচ মাস দেশটির আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে রাখার পর জুলাই মাসের ১৬ তারিখে তা খুলে দেয়া হয়। কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিক্রিয়ায় আগেই ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছিল পাকিস্তান। এছাড়া দেশটির জন্য আকাশপথও বন্ধ রাখা হয়। ভারত গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়ার পর থেকে পাকিস্তান এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। সংবাদসূত্র : এনডিটিভি