বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তার সন্ধান

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রায় আট হাজার বছরের পুরোনো একটি মুক্তার সন্ধান পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তা। রোববার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তাটি পরীক্ষা করে দেখা গেছে, এটি নিওলিথিক সময়কার। আবুধাবির মারাওয়াহ দ্বীপে অবস্থিত একটি কক্ষে খনন কাজের সময় প্রাকৃতিক ওই মুক্তাটির সন্ধান পাওয়া যায়। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, যে লেয়ার থেকে মুক্তাটি পাওয়া গেছে, তা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে এটি খ্রিস্টপূর্ব ৫৮০০ থেকে ৫৬০০ সময়ের। সেখানকার সংস্কৃতি ও পর্যটন দপ্তরের চেয়ারম্যান মোহাম্মদ খলিফা আল-মোবারক বলেন, 'এই মুক্তাটি প্রাচীনকাল থেকেই সমুদ্রের সঙ্গে আমাদের জড়িত থাকার সাক্ষ্য সংবলিত এক আকর্ষণীয় আবিষ্কার। আবুধাবিতে বিশ্বের প্রাচীনতম মুক্তাটির আবিষ্কার এটি স্পষ্ট করে তোলে যে, আমাদের সাম্প্রতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের অনেক গভীর শিকড় রয়েছে যা প্রাগৈতিহাসিক যুগের সূচনালগ্নে প্রসারিত হয়েছিল।' মুক্তাটি প্রদর্শন করা হবে 'থাউসেন্ড ইয়ার্স অব লাক্সারি' নামের একটি প্রদর্শনীতে। লু্যভর আবুধাবি মিউজিয়ামে ওই প্রদর্শনী শুরু হবে আগামী ৩০ অক্টোবর। সংবাদসূত্র : বিবিসি