ইয়েমেনে সৌদি হামলায় শিক্ষাথীর্সহ নিহত ৪৩

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সৌদি-আমিরাতের সামরিক জোট ইয়েমেনের একটি স্কুলের বাসে বিমান হামলা চালিয়েছে। এতে শিক্ষাথীর্সহ ৪৩ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। হামলায় যেসব শিশু মারা গেছে, তাদের বয়স ১০ বছরের কম। বৃহস্পতিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা’র স্বাস্থ্য বিভাগের প্রধান ঘানি নায়েব হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, এই প্রদেশটিতেই বিমান হামলা চালানো হয়েছে। আন্তজাির্তক রেডক্রসের (আইসিআরসি) ইয়েমেন প্রতিনিধি জোহান্স ব্রæয়ার বলেন, ‘অনেক শিশু নিহত হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি। নিহতদের অধিকাংশের বয়স ১০ বছরের কম।’ একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হুতি নিয়ন্ত্রিত প্রদেশ দাহইয়ান শহরের ব্যস্ততম দায়ান মাকেের্টর সামনে হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলে মারা যায় ১২ জন শিশু। হুতি সমথির্ত টেলিভিশন চ্যানেল ‘আল-মাসিরাহ’ জানিয়েছে, বাসটিতে এক দল শিক্ষাথীর্ ছিল। তারা পবিত্র কোরআন শিক্ষার ক্লাসে যোগ দেয়ার জন্য যাচ্ছিল। সৌদি-আমিরাতের সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাদাতে হামলা চালিয়েছে। তবে তাদের লক্ষ্যবস্তু ছিল ক্ষেপণাস্ত্র লঞ্চার। অন্যদিকে রয়টাসের্র এক খবরে বলা হয়েছে, ওই বাসেই বিমান হামলা চালানো হয়েছে।