হংকংয়ে বিক্ষোভ দমনে পুলিশের ফের টিয়ারগ্যাস

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়েছে। ওই অঞ্চলের পর্যটন জেলা টিসিম সা টিসুই থেকে তাদের সরাতে গিয়ে সংঘর্ষ হয়। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকেও আটক করে তারা। সংবাদসূত্র: আল-জাজিরা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালে হংকংয়ের পর্যটন জেলা টিসিম সা টিসুই থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ। সেখানে বেষ্টনী দিয়ে নাথান রোডের প্রধান প্রবেশদ্বারে গাড়ি ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। সে সময় তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়। পরে নাথান রোডের দোকানগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা পাঁচ দাবিতে আন্দোলন করছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বৃহত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও পুলিশি নিপীড়নের তদন্ত। হংকংয়ে চীন হস্তক্ষেপ করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তবে চীন ওই অভিযোগ অস্বীকার করেছে। এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। 'এক দেশ, দুই নীতি'র অধীনে স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং।