তুরস্কের সীমান্ত এলাকা ছাড়ার ঘোষণা কুর্দি বাহিনীর

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। রোববার এক বিবৃতিতে তারা এ কথা জানানোর পর দামেস্ক স্বাগত জানিয়েছে। এসডিএফের এ পদক্ষেপের পর তুরস্কের সিরিয়ার উত্তরাঞ্চলে 'আগ্রাসন' বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে দামেস্ক। সংবাদসূত্র : রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার পর সেখানে অবস্থানরত কুর্দি ওয়াইপিজি বাহিনীকে লক্ষ্য করে ৯ অক্টোবর থেকে ওই অঞ্চলে সামরিক অভিযান শুরু করে তুরস্কের সামরিক বাহিনী। ওয়াইপিজি কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর মূল অংশ। এদের সঙ্গে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে তৎপর কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে আঙ্কারা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কিন্তু ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে এসডিএফ দীর্ঘদিন ধরে মার্কিন বাহিনীর মিত্র হিসেবে তাদের পাশাপাশি থেকে লড়াই করেছে। এই এসডিএফ এক বিবৃতিতে বলেছে, 'এরদোয়ান-পুতিন চুক্তির শর্তানুযায়ী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক-সিরিয়ার সীমান্ত এলাকা থেকে নতুন অবস্থানে সরে যাচ্ছে এসডিএফ।'